
প্রকাশিত: Sat, Jun 29, 2024 10:23 AM আপডেট: Fri, May 9, 2025 7:14 PM
[১]বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বিদায়, ফাইনালে আজ ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি
এল আর বাদল: [২] অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রতিশোধ ভারত নিয়েছিলো সুপার এইটে। সিডনিগামী বিমানের টিকিট নিশ্চিত করে দিয়েছিলো টিম ইন্ডিয়া। এবার সেই একই ভঙ্গিতে হিথরোর বিমানের টিকিট নিশ্চিত করে দিলেন রোহিত শর্মারা। ইংল্যান্ডকে মাটিতে শুইয়ে দিয়ে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চলে গেলো। প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। অপরাজেয় দল হিসেবে ভারত শনিবার ফাইনালে মোকাবিলা করবে দুর্ধর্ষ দক্ষিণ আফ্রিকার।
[৩] ওয়েস্ট ইন্ডিজের কিংসটন ওভালে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলা শুরু হবে। বিশ্বকাপের ফাইনালে ভারতের শিরোপা জয়ের সম্ভাবনা শতকরা ৬৪ ভাগ আর দক্ষিণ আফ্রিকার ৩৬ বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা।
[৪] গত বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের ১৭১ রানের জবাবে খেলতে নেমে ১৬.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০৩ রান করে ইংল্যান্ড। এতে ৬৮ রানের জয় পায় রোহিত শর্মার ভারত।
[৫] গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। বিরাট কোহলি আরও একবার ব্যর্থ হন। তৃতীয় ওভারে ৯ বলে ৯ রানে ফেরেন তিনি। তিনে নামা ঋষভ পান্তও টিকতে পারেননি বেশিক্ষণ। মাত্র ৬ বলে ৪ রান করেন পান্ত।
[৬] তবে ওপেনার রোহিত শর্মার ব্যাট জ্বলে ওঠে। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন সূর্যকুমার যাদব। ৩৯ বলে ৫৭ রান করে বোল্ড হয়ে যান রোহিত। তার আউটের এক ওভার পর ফিরে যান সূর্যকুমারও। ৩৬ বলে ৪৭ রান করে জফরা আর্চারের বলে লং অনে দাঁড়ানো ক্রিস জর্ডানের হাতে ক্যাচ দেন তিনি।
[৭] পরে মাঠে নেমে ঝড় তোলার চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ১৩ বলে ২৩ করে সাজঘরে ফেরেন। শেষদিকে নেমে ৬ বলে ১০ রান করেন অক্ষর প্যাটেল। ৯ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। সবশেষ ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে ভারত।
ইংল্যান্ডের হয়ে তিন ওভারে ৩৭ রানে তিন উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান।
[৮] রান তাড়ায় শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড। তবে জস বাটলার ১৫ বলে ২৩ করে আউটের পর খেই হারিয়ে ফেলে ব্যাটাররা। তার আউটের পর কিছুক্ষণের মধ্যে আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। সম্পাদনা: কামরুজ্জামান
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
